শীতে বিক্রি বেড়েছে ‘গরিবের মার্কেটে’| শৈত্যপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন | ট্রাক্টরচাপায় প্রাণ গেল ভারতীয় নাগরিকের | যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

গল্প : ঘর সংসার। পর্ব-১



নিশিতা যেদিন তার স্বামী নিলয়কে প্রেগনেন্সির কথা জানাতে যাবে সেদিনই নিলয় বাড়িতে একটা নতুন মেয়েকে নিয়ে হাজির হলো। তার স্বামী আর ওই মেয়েকে দেখে বেশ খুশিই মনে হচ্ছে।দুজনে হাসতে হাসতে একে অপরের ওপর পড়ে যাচ্ছে।নিশিতার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল।তারা নিশিতাকে দেখে একটু ইতস্ততবোধ করল।
- 'আসলে নিশিতা ও আমার বন্ধুর বউ ছিল।কিন্তু এই ফুলের মত মেয়েটাকে আমার বন্ধু ডিভোর্স দিয়ে দিয়েছে।তাই ও কদিন আমাদের বাড়িতে থাকবে যতদিন না কোনো জব পাচ্ছে।বন্ধু অধর্ম করলেও আমি তো আর অন্যায় করতে পারি না।'
মেয়েটাকে দেখে নিশিতার একদমই মনে হচ্ছে মেয়েটার সদ্য ডিভোর্স হয়েছে।অন্তত ওর চোখমুখ দেখে তা একদমই বোঝার উপায় নেই।আর এই প্রথম নিলয় ওকে নিশু ছেড়ে নিশিতা বলল।নিশিতার বুকের ভেতর যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে।অন্যকেউ হলে হয়তোবা এখন তুমুল ঝগড়া বাঁধিয়ে দিত।কিন্তু নিশিতা তাদের হাসিমুখে গ্রহণ করল।
-'অবশ্যই।আসুন,ভেতরে আসুন।'
মেয়েটা নিশিতার কথার তোয়াক্কা না করেই ভেতরে ঢুকে পড়ল।সাথে নিলয়ও ঢুকল।ওরা যেন নিশিতাকে কোনো পাত্তাই দিচ্ছে না।নিশিতা সেটা বুঝেও না বোঝার ভান করল।
সে কিছু বলার আগেই মেয়েটা বলে উঠল,
-'নিলয় আমি কোথায় থাকব?'
-'এইতো এইরুমে রাই।'
তাহলে মেয়েটার নাম রাই।নিলয় রাইকে তার আর নিশিতার একদম পাশের রুমটা দেখিয়ে নিয়ে গেল।অথচ নিশিতা ঠাই চুপ করে দরজার কাছেই দাঁড়িয়ে রইলো।সেদিকে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই।কে এই মেয়ে?ওকে কেন নিলয় নিয়ে এসেছে?ওর কি পরিবার নেই?আর কেউ কি নিজের স্বামীর বন্ধুকে নাম ধরে ডাকে?হোক সেটা প্রাক্তন।হাজারটা প্রশ্ন ঘুরছে নিশিতার মাথায়।কিন্তু সেই প্রশ্নের জবাব দেওয়ার মত সময় নিলয়ের নেই।রাইকে ওর রুম দেখিয়ে দিয়ে নিলয় এসে ওর রুমে শুয়ে পড়ল।বড্ড ক্লান্ত লাগছে ওর।তখনই নিশিতাও রুমে ঢুকল।
-'একটা কথা বলব?'
-'বলো।'
-'মেয়েটা কে?'
-'রাইসা,বললাম তো আমার বন্ধুর বউ ছিল।'
খানিকটা বিরক্তি নিয়েই বলল নিলয় সেটা নিশিতা বুঝল।
-'ওর পরিবার কোথায়?'
-'নেই।'
-'ওহ।'
নিলয় কোনোদিকে পাত্তা না দিয়ে আপন মনে চোখ বন্ধ করে শুয়ে আছে।নিশিতার আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না।কিন্তু রাইসাকে নিলয় রাই কেন ডাকছে?তবে কি এই সংসারে ওর প্রয়োজন ফুরিয়ে এলো?না,ও যে নিলয়ের বাচ্চার মা হতে চলেছে!তা কি নিলয় জানে?জানলে নিশ্চয়ই ওকে আপন করে নেবে।
আগে নিলয় বাসায় এলেই নিশি নিশি করে পাগল হয়ে যেত।নিশিতাকে কোনো কাজ করতে দিত না।আর আজ?নিশিতার সাথে নিলয়ের এরেঞ্জ ম্যারেজ একবছর হলো।নিজের পরিবার ছেড়ে ও এখানে পড়ে আছে শুধু নিলয়ের জন্য।সেই নিলয় আজ পাল্টে গেল কি করে?
নিশিতা চুপচাপ রান্নাঘরে গেল।রাতের জন্য ভাত বসালো।নিলয় মনেহয় টাওয়েল নিয়ে বাথরুমে ঢুকল।বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে।রান্না শেষ করে নিলয়কে খেতে ডাকার জন্য নিজের রুমে ঢুকতেই নিশিতা দেখে রাইসা নিলয়ের শার্টটা নিয়ে হাত বুলাচ্ছে।নিলয় বোধহয় এখনো বাথরুমে।সেটা দেখে নিশিতা মুখ চেপে দৌঁড়ে রান্নাঘরে চলে আসল।তবে কি যা ভেবেছিল তাই?না,নিশিতার বাচ্চাটার কি হবে তাহলে?কেউ কিছু দেখার আগেই রাইসা চুপিসারি নিলয়ের রুম থেকে বের হয়ে এলো।
নিলয় বের হয়ে মাথা মুছতে মুছতে ডাইনিং এ আসল ডিনার করার জন্য।নিশিতা তখন খাবার সার্ভ করছিল।নিলয় এসে টেবিলে বসল।নিশিতা যেই না বসতে যাবে তখনই রাইসা নিলয়ের পাশে চেয়ার টেনে বসে পড়ল।তাতে নিলয়ের কোনো ভ্রুক্ষেপ নেই।সে আপনমনে খেয়ে যাচ্ছে।সেটা দেখে নিশিতা আর খেতে বসল না।ওর কথা গলার মধ্যে আটকে গেছে।নিলয় খাচ্ছে আর রাইসার সাথে গল্প করছে নানা বিষয় নিয়ে।পাশে নিশিতা চুপচাপ দাঁড়িয়ে আছে।হঠাতই নিলয় বলে উঠল,
-'নিশিতা তুমি খাবে না?'
-'না খেতে মন চাচ্ছে না।তোমরা খাও।'
নিলয় আর কিছু বলল না।ওরা খেয়ে উঠে গেল।
নিশিতা সব গুছিয়ে রুমে এসে শুয়ে পড়ল।নিলয় ল্যাপটপে কাজ করছে।একটুপরে নিলয় নিশিতার জন্য খাবার নিয়ে এসে ওকে ডাকল।
-'নিশি ওঠো,তোমার জন্য খাবার নিয়ে এসেছি।'
নিশিতা উঠে বসল।
-'কিছু হয়েছে?খেয়ে নাও প্লিজ।'
-'না,আমি ঠিক আছি।'
-'সেটা তো বুঝতেই পারছি।এসো তোমাকে নিজের হাতে খাইয়ে দিই।'
নিলয় এক লোকমা ভাত নিশিতাকে খাইয়ে দিল। নিশিতার গাল বেয়ে দুফোটা জল গড়িয়ে পড়ল।শেষ কবে ওকে এভাবে কেউ যত্ন করে খাইয়ে দিয়েছে সেটা ওর মনে পড়ছে না।হয়তো নিলয়ই।কারণ আর কেউ তো ওর এখানে নেই!দু এক লোকমা খাওয়ার পরই নিশিতা ওয়াক করে মুখে হাত দিয়ে ওয়াশরুমে দৌঁড় দিল।খুব বমি লাগছে ওর।নিলয় বুঝলোনা মেয়েটার হঠাত হলোটা কি?
নিশিতা বমি করে বেসিনের সামনে দাঁড়িয়ে মুখ মুচছে।মা হওয়ার লক্ষণ যে ধীরেধীরে প্রকাশ পাচ্ছে।নিলয় কিছু বুঝে যাবেনা তো?নিলয় ওয়াশরুম থেকে নিশিতাকে ধরে রুমে নিয়ে আসল।ওকে এক গ্লাস পানি দিতে যাবে তখনই রাইসা ওদের রুমে নক না করে ঢুকে পড়ল।
-'নিলয় তোমার সাথে কিছু কথা আছে,একটু আসো।'
-'হুম চলো।'
নিলয় গ্লাসটা পাশে রেখে চলে গেল।
নিশিতা ওভাবেই বসে রইলো।
To be Continued...

No comments

Theme images by anzeletti. Powered by Blogger.