শীতে বিক্রি বেড়েছে ‘গরিবের মার্কেটে’| শৈত্যপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন | ট্রাক্টরচাপায় প্রাণ গেল ভারতীয় নাগরিকের | যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পূর্ণবাসন ছাড়া তাদেরকে উচ্ছেদ নয়



ব্যাটারীচালিত রিকসার লাইসেন্স দেয়ার দাবিতে বরিশাল নগরীতে লাল পতাকা মিছিল ও পথ সভা করেছে ব্যাটারীচালিত রিকসা সংগ্রাম কমিটি বরিশাল শাখা।
রিকসা সংগ্রাম কমিটি সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে লাল পতাকা নিয়ে নগরীর ফকিরবাড়ি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বেশ কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে সিটি কর্পোরেশন মোড় হয়ে পুনরায় সদর রোড ফিরে এসে পথ সভা করে। সংগঠনের সভাপতি শাজাহান মিস্ত্রির সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী,বদরুজ্জোহা সৈকত,বৰুল তালুকদার,শহিদুল ইসলাম ও রুস্তুম আলি হাওলাদর প্রমুখ।
বক্তরা ব্যা
টারীচালিত রিকসা চালকদের লাইসেন্স দেয়ার দাবিসহ ব্যাটারীচালিত রিকসা শ্রমিকদের পূর্ণবাসন ছাড়া তাদেরকে উৎখাত করা চলবে না বলেও দাবি তোলেন।

No comments

Theme images by anzeletti. Powered by Blogger.