-এই যে বাবু, ক্যামেরার দিকে তাকায় থাকো, কবুতর বের হবে 🐦
৬ বছরের এক ছেলে স্টুডিওতে গেল ছবি তুলতে।📷📷
ক্যামেরা ম্যান ছবি তোলার আগে ছেলেটাকে বলতেছে,😊
-এই যে বাবু, ক্যামেরার
দিকে তাকায় থাকো, কবুতর বের হবে 🐦
.
ছেলেটা তখন ক্যামেরা ম্যানকে বলল,
-ফালতু কথা বাদ দেন,ক্যামেরার ফোকাস ঠিকমত অ্যাডজাস্ট করেন।
পোট্রেট মোডে ছবি তুলবেন,
macro র সাথে,ISO 200 এর মধ্যে রাখবেন। High-resolution এর ছবি হওয়া চাই।
-ফেসবুকে আপলোড দিব। ছবি ভাল
না হলে একটা টাকাও
দিব না। এহ.... আসছে!!!! কবুতর বের হবে!! কবুতর
কি আপনার আব্বায় রাখসে ক্যামেরার ভিতরে??😂😂
যত্তসব!!!😁
No comments